কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
প্রকাশ : ২৪ জুলাই ২০২৩, ২০:০৮
কুষ্টিয়ায় সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় মাদক, জুয়া, সন্ত্রাস, বাল্যবিবাহ, চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব।


২৪ জুলাই, সোমবার বেলা সাড়ে ১১টায় জেলা পুলিশের আয়োজনে পুলিশ সুপার কনফারেন্স রুমে কুষ্টিয়া প্রেসক্লাব সাংবাদিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।


এসময় উপস্থিত ছিলেন, কুষ্টিয়া অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডমিন এন্ড ফিন্যান্স) মো. ফরহাদ হোসেন খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) পলাশ কান্তি নাথ, কুষ্টিয়া প্রেসক্লাবের সভাপতি আল মামুন সগর, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান ডাবলুসহ কুষ্টিয়া প্রেসক্লাবের সদস্যবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ।


নবাগত পুলিশ সুপার এ এইচ এম আব্দুর রকিব সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকারের সফল রাষ্ট্র নায়ক দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ নির্মাণে মাদক, জুয়া, সন্ত্রাস, বাল্যবিবাহ, চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স থাকবো। সেইসাথে সাংবাদিক রুবেল হত্যার রহস্য উদ্‌ঘাটন সহ দোষীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দেন তিনি।


বিবার্তা/শরীফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com