
বগুড়া সদর উপজেলার শহরদীঘিতে ছুরিকাঘাতে মো. আলী হাসান (৩২) নামে এক যুবক নিহত হয়েছে।
১৪ মে, মঙ্গলবার বিকেলে শহরদীঘি পশ্চিমপাড়ায় এই ঘটনাটি ঘটে।
নিহত আলী হাসান বগুড়া শহরের মালগ্রামের মো. জিন্নাহর সন্তান। আলী পেশায় ট্রাকের হেলপার ছিলেন। তিনি বগুড়া সদরের ফাঁপোর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মমিনুল ইসলাম রকি হত্যা মামলার এক আসামি।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে শহরদীঘিতে সবুজ সওদাগরের বাড়িতে হাসান আসে। দুপুর আড়াইটার দিকে পূর্ব কোন এক বিরোধ নিয়ে তাদের মাঝে বাকবিতণ্ডা হয়। একসময় হাসানের বুকে ছুরিকাঘাত করে সবুজ পালিয়ে যায়। আহত অবস্থায় হাসানকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘন্টার ব্যবধানে বিকাল সাড়ে ৪টার দিকে মারা যান তিনি।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত সবুজ পলাতক রয়েছে। আমরা তাকে আইনের আওতায় আনতে অভিযান শুরু করেছি।
ফাঁপোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী হাসান জানান, সবুজ ও হাসান ঘনিষ্ঠ বন্ধু এবং একই হত্যা মামলার আসামিও ছিল। তাদের নানা অপকর্মে এলাকাবাসী অতিষ্ঠ।
বিবার্তা/রাহেনুর/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]