
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর দুজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। তারা হলেন- আবদুল মাবুদ (৩৯) ও মোহাম্মদ লুকমান (৫৭)। এসময় তাদের কাছ থেকে ‘উগ্রবাদী’ বই, চারটি মোবাইল ফোন ও সিমকার্ড উদ্ধার করা হয়।
১৪ মে, মঙ্গলবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন এন্টি টেররিজম ইউনিটের (এটিইউ) এসপি ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল।
এর আগে, শনিবার (১১ মে) থেকে সোমবার (১৩ মে) পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এটিইউ জানায়, গত শনিবার চট্টগ্রামের হাটহাজারীর ৮নং মেখল ইউপির ৫নং ওয়ার্ডের পূর্ব মেখল এলাকা থেকে সংগঠনটির সক্রিয় সদস্য আবদুল মাবুদকে গ্রেফতার করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে সোমবার চট্টগ্রাম মহানগরের পাঁচলাইশের হিলভিউ আবাসিক এলাকা থেকে আরেক সক্রিয় সদস্য মোহাম্মদ লুকমানকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, তারা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’ এর পক্ষে প্রচার-প্রচারণা এবং অপরাধমূলক কাজে একে অপরকে সাহায্য-সহায়তা করে আসছিলেন। তারা অনলাইন এবং অফলাইনে জঙ্গিবাদের প্রচারণাসহ বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এজন্য তারা আফগানিস্তান, পাকিস্তানসহ পাশের দেশের কতিপয় একই মতাদর্শীদের সাথে নিয়মিত যোগাযোগ করে আসছিলেন।
এটিইউ দাবি করে, গ্রেফতার ব্যক্তিরা ও তাদের সহযোগীরা সাধারণ মানুষের মধ্যে উগ্রবাদী মতাদর্শ প্রচার ও আতঙ্ক সৃষ্টির মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নাশকতার জন্য পরিকল্পনা, প্রশিক্ষণ ও প্রস্তুতি নেওয়ার জন্য নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যাচ্ছিলেন। এছাড়া উগ্রবাদী বিভিন্ন কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমমনা আগ্রহীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষাসহ তাদের উগ্রবাদের দিকে আহ্বান করে আসছিলেন।
তাদের বিরুদ্ধে হাটহাজারী থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে বলে জানায় এটিইউ।
বিবার্তা/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]