
মাগুরার শালিখায় পাঁচ ওয়ারেন্টভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ।
১৩ মে, সোমবার পঞ্চগড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি শালিখা উপজেলার শতখালী গ্রামের মৃত ইয়াকুব আলী মোল্লার পুত্র মো. শহিদুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, শালিখা থানার অফিসার ইনচার্জ ওসি মো. নাছির উদ্দিন এর নির্দেশনায় তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং সাইবার ক্রাইম মাগুরা এর সহায়তায় এসআই অনুপম রায় ও এএসআই সুব্রত কুমার দাস বিভিন্ন স্থানে অভিযান চালায় এবং শ্বাসরুদ্ধকর অভিযান শেষে পঞ্চগড় জেলার সদর থানাধীন জালসি স্টেডিয়ামপাড়া থেকে দীর্ঘদিন যাবত পালাতক থাকা পরোয়ানাভুক্ত সাজাপ্রাপ্ত আসামি মো. শহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে শালিখা থানার ওসি তদন্ত মিলন কুমার ঘোষ বলেন, ৩টি সাজা ও ২টি সাধারণ গ্রেফতারি পরোয়ানাভুক্ত একজন আসামি গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার (১৪ মে) তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
বিবার্তা/মনিরুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]