খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১৭:৪৫
খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ সুন্দর দেশ গড়ি’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়িতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।


২০ জুলাই, বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শেষে পৌর টাউন হলে এসে শেষ হয়।


পরে সেখানে খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান সভাপতিত্বে শান্তির প্রতীক সাদা পায়রা, লাল ফিতা কেটে, বেলুন উড়িয়ে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন, খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স (প্রতিমন্ত্রী পদমর্যাদা) চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। আয়োজন করা হয় আলোচনা সভার।


সভায় কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি প্রধান অতিথির বক্তব্যে বলেন, পার্বত্য চট্টগ্রামে আগে বহু প্রজাতির গাছ ছিল। কিন্তু ইদানীং অপরিকল্পিত বৃক্ষ কর্তন ও অসচেতনতার কারণে নির্মূল হয়ে গেছে বৃক্ষ। পাহাড়ের অনেক মূল্যবান গাছকে আমরা হারিয়েছি। কিন্তু তা পরিবর্তে কিছু নতুন প্রজাতির গাছও দেখতে পেয়েছি। যা কৃষক ও বাগানিরা ইতিমধ্যে লাগিয়ে সুফলও পেয়েছে।


খাগড়াছড়িতে যে পরিমাণ ফলের বাগান রয়েছে তা কিন্তু আগে ছিল না। পাহাড়ের আম্রপলি আম এখন দেশের বিভিন্ন প্রান্তে গেছে। যার ফলে কিছুটা দরিদ্র নিরসন ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হচ্ছে।আমাদের সকলকে গাছ লাগাতে হবে,নিজের মত করে ভালোবাসতে হবে। বৃক্ষ লাগালে প্রকৃতি দেবে এসির ঠান্ডা বাতাস।


এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্স প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শানে আলম। এতে স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির।


এছাড়াও অনুষ্ঠানে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি সদর উপজেলা বন কর্মকর্তা বাবুরাম চাকমাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা এতে অংশ নেয়।


জেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ উদ্যোগে এ আয়োজিত মেলায় ২৬টি প্রদর্শনী স্টলে শতাধিক প্রজাতির বনজ ও ফলজ ভেষজ চারা নিয়ে প্রদর্শনী সাজানো হয়েছে। মেলায় সব বয়সী মানুষের পাশাপাশি স্কুলের শিক্ষার্থীরা ভিড় করেছে। আগামী ২৬ জুলাই পর্যন্ত চলবে এ মেলা।


বিবার্তা/মামুন/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com