চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১৬:০৮
চট্টগ্রামে ডেঙ্গুতে একজনের মৃত্যু
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ডেঙ্গু আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ২১ জন। এছাড়া ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৬ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।


২০ জুলাই, বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে জেলা সিভিল সার্জন কার্যালয়। এর আগে গত মঙ্গলবার ডেঙ্গুতে ২ জনের মৃত্যু হয়।


মৃত্যুবরণকারী তরুণীর নাম মুক্তা আখতার (২৫)। সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, ডেঙ্গু উপসর্গ নিয়ে ওই তরুণী গত ১০ জুলাই চমেক হাসপাতালে ভর্তি হন। ১৯ জুলাই তিনি মারা যান।


সিভিল সার্জন ডা. ইলিয়াছ চৌধুরী বলেন, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামে বিভিন্ন হাসপাতালে ৬৬ জন ভর্তি হয়েছে। এ নিয়ে চলতি জুলাই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ হাজার ২৮৪ জন। ডেঙ্গু প্রতিরোধে সকলকে আরও সতর্ক থাকার পরামর্শ দেন তিনি।


জানা যায়, পার্বত্য চট্টগ্রাম রাঙামাটিতে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ফলে হাসপাতালে বাড়ছে রোগীর চাপ। এডিস মশার বংশ বিস্তার রোধে পরিচালিত হচ্ছে অভিযান। অভিযানের ৫০ শতাংশ জায়গায় মিলছে এডিস মশার লার্ভা। ফলে সচেতনতার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্যবিভাগ।


বিবার্তা/জাহেদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com