কক্সবাজারে নেপালি পর্যটককে ছিনতাইকারী আটক
প্রকাশ : ১৮ জুলাই ২০২৩, ২২:৪৫
কক্সবাজারে নেপালি পর্যটককে ছিনতাইকারী আটক
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে নেপালের নাগরিক রবি কুমারকে ছিনতাইয়ের ঘটনার প্রায় দুই মাস পর এক ছিনতাইকারীকে আটক করেছে টুরিস্ট পুলিশ।


১৮ জুলাই, মঙ্গলবার ভোর ৫টার দিকে কক্সবাজার সুগন্ধা পয়েন্ট থেকে তাকে আটক করা হয়।


আটক ছিনতাইকারী কক্সবাজার শহরের ঘোনাপাড়া এলাকার আমজুল পুত্র জাকির হোসেন (১৯)।


টুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের সাব ইন্সপেক্টর আবু সাঈদ (পিপিএম সেবা) জানান, ২৪ মে নেপালের নাগরিক রবি কুমার কক্সবাজার বেড়াতে আসেন। সেদিন তিনি গাড়ি থেকে নামতেই একটি সংঘবদ্ধ ছিনতাইকারী দল তার স্বর্বস্ব কেড়ে নেয়ার উদ্দেশ্য ছুরিকাঘাত করে। এসময় তাকে উদ্ধারে আশপাশের লোকজন এগিয়ে আসতেই পালিয়ে যায় সংঘবদ্ধ ছিনতাইকারীরা।


ট্যুরিস্ট পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনার পরদিন থেকে পুলিশ জড়িত ছিনতাইকারীদের ধরতে অভিযান চালিয়ে আসছিল।


তিনি বলেন, শহরের যতসব ছিনতাইকারী আছে তাদের ছবি সংগ্রহ করা হয়। ছবি দেখে মঙ্গলবার রাতে সমুদ্র সৈকত এলাকা থেকে জাকির হোসেন নামে একজনকে সন্দেহভাজন আটক করা হয়। আটকের পর তার ছবি নেপালী পর্যটককে দেখালে তিনি ছিনতাইকারীকে চিহ্নিত করেন। আটক ছিনতাইকারীকে আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/ফরহাদ/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com