কালিহাতী ইউপি নির্বাচন
জাল ভোট দিতে এসে ২ যুবক ধরা
প্রকাশ : ১৭ জুলাই ২০২৩, ১২:৪৮
জাল ভোট দিতে এসে ২ যুবক ধরা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে আসা দুই যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সোমবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ভন্ডেশ্বর ভোটকেন্দ্রে তাদের আটক করা হয়।


আটকৃতরা হলেন- উপজেলার পারখী ইউনিয়নের আউলিবাদ গ্রামের মো. মিনহাজ উদ্দিনের ছেলে তছির আহমেদ (১৮) ও আব্দুল বাছেদের ছেলে হাবিবুর রহমান(১৭)।


পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে ১১টার দিকে ভন্ডশ্বর কেন্দ্রে মোটরসাইকেল প্রতীকে জাল ভোট দিচ্ছিলেন ওই দুই যুবক। এ সময় ভোটের লাইনে দাঁড়ানো ভোটাররা ওই যুবকদের বয়স সন্দেহে হওয়ায় তাদের আটক করে পুলিশে দেয়।


ঘটনার সত্যতা নিশ্চিত করে ভন্ডশ্বর কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মো. নাসির উদ্দন জানান, কালিহাতী উপজেলার পারখী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভন্ডেশ্বর কেন্দ্রে জাল ভোট দিতে আসে ওই দুই যুবক। এ সময় স্থানীয় ভোটাররা জাল ভোট দেয়ার সন্দেহে তাদের আটক করে।


তিনি আরও জানান, বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে জানানো হয়েছে। তিনি আইনগত ব্যবস্থা নিবেন।


আজ সকাল ৮ টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে। বিকাল ৪ টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। পারখী ইউনিয়ন নির্বাচনে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ইউনিয়নে ১৬ হাজার ৯৫০ ভোটার রয়েছে।


বিবার্তা/ইমরুল/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com