কওমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে কুড়িগ্রামে ফল উৎসব
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ২২:৩৭
কওমি মাদ্রাসার ছাত্রদের নিয়ে কুড়িগ্রামে ফল উৎসব
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের সীমান্তবর্তী ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের একটি কওমি মাদ্রাসায় ছাত্রদের নিয়ে মৌসুমি ফল উৎসব করা হয়েছে। এই ফল উৎসবের আয়োজন করে কুড়িগ্রামের মন রঙের পাঠশালা নামের একটি সামাজিক সংগঠন।


সংগঠনটি মূলত কাজ করে সীমান্তবর্তী ও চরাঞ্চলের শিশু কিশোর কিশোরীদের নিয়ে।


৯ জুলাই, রবিবার সন্ধ্যায় উপজেলার কাশিপুর ইউনিয়নের মারকাজুল কোরআন আল ইসলামিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এ আয়োজন করা হয়।


জানা গেছে, প্রতি বছরের মতো এ বছরেও বাচ্চাদের সাথে মৌসুমি ফল উৎসব করে মন রঙের পাঠশালা।


ফল উৎসবে ওই মাদরাসার প্রায় তিন শতাধিক শিশু ও শিক্ষকরা অংশ গ্রহণ করে। ফল উৎসবে ছিল আম, কাঁঠাল, নটকো ও আনারস।


মারকাজুল কোরআন আল ইসলামিয়া কওমি মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এর ছাত্র মো. আরিফ বলেন, আমাদের মাদরাসায় মাগরিবের নামাজের পর ফল উৎসব হয়েছে। মনভরে আম, কাঁঠাল, নটকো ও আনারস খাইছি। খুব ভালো লাগছে আয়োজনটি।


মন রঙের পাঠশালার প্রতিষ্ঠাতা অন্তু চৌধুরী বলেন, ‘মন রঙের পাঠশালা’ কাজ করে সীমান্তবর্তী ও চরাঞ্চলের শিশু কিশোর কিশোরীদের মেধা বিকাশ, শিশু সুরক্ষা, আইনের সংস্পর্শে আসা শিশু কিশোরদের পুনর্বাসন নিয়ে। তারেই অংশ হিসেবে আমরা প্রতি বছর আয়োজন করে আসছি মৌসুমি ফল উৎসব। ‘মন রঙের পাঠশালা’ ইতিমধ্যে ৬ হাজারের বেশি শিক্ষার্থীদের নিয়ে কাজ করছে।


বিবার্তা/বিপ্লব/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com