ঢাকায় ৭ দিনে ৫০৫ ছিনতাইকারী গ্রেফতার
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ২১:৪৬
ঢাকায় ৭ দিনে ৫০৫ ছিনতাইকারী গ্রেফতার
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

গত সাত দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫০৫ জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।


গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির বিভিন্ন থানায় মোট ২০৮টি মামলা দায়ের করা হয়েছে।


৯ জুলাই, রবিবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মো. ফারুক হোসেন জানান, ছিনতাইকারীদের বিরুদ্ধে চলা বিশেষ অভিযানে ১ জুলাই থেকে ৭ জুলাই পর্যন্ত ৫০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ডিএমপির রমনা বিভাগ ৪৬, লালবাগ বিভাগ ৭৩, মতিঝিল বিভাগ ৪৪, ওয়ারী বিভাগ ২৭, তেজগাঁও বিভাগ ১৮৭, মিরপুর বিভাগ ৬৬, গুলশান বিভাগ ১১ ও উত্তরা বিভাগ ৫১ জনকে গ্রেফতার করেছে।


এছাড়া ২০৮টি মামলার মধ্যে রমনা বিভাগের সংশ্লিষ্ট থানায় হয়েছে ২৩টি, লালবাগ বিভাগে ৩৫টি, মতিঝিল বিভাগে ১৫টি, ওয়ারী বিভাগে ১৩টি, তেজগাঁও বিভাগে ৭৩টি, মিরপুর বিভাগে ৩২টি, গুলশান ৭টি ও উত্তরা বিভাগের সংশ্লিষ্ট থানায় ১০টি মামলা দায়ের করা হয়েছে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com