জামায়াতের সঙ্গে কোনো সমঝোতা করেনি আ’লীগ: মুক্তিযুদ্ধমন্ত্রী
প্রকাশ : ০৯ জুলাই ২০২৩, ০০:৫১
জামায়াতের সঙ্গে কোনো সমঝোতা করেনি আ’লীগ: মুক্তিযুদ্ধমন্ত্রী
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, ‘জামায়াতে ইসলামীর সঙ্গে আওয়ামী লীগ কোনো সমঝোতা করেনি। আইনিভাবে জামায়াতকে নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে। তবে এখনও নিষিদ্ধ না হওয়ায় তারা চাইলে রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশ নিতে পারে।’


শনিবার (৮ জুলাই) ‘বায়ুদূষণের প্রভাব: শিশু ও বয়স্কদের জীবন রক্ষা’ বিষয়ক গোলটেবিল বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওয়ার্ল্ড ভিশনের সার্বিক সহযোগিতায় গাজীপুর জেলা প্রশাসকের আয়োজনে ভাওয়াল সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।


মন্ত্রী বলেন, ‘জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে। পৃথিবীর কোনো দেশেই স্বাধীনতার প্রত্যক্ষ বিরোধীদের রাজনীতি করার অধিকার থাকে না। আমাদের দেশে আছে। এটা বিস্ময়কর।’


জেলা প্রশাসক আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ওয়ার্ল্ড ভিশনের মূল প্রকল্প উপস্থাপক জোয়ান্না ডি রোজারিও, অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক নয়ন মিয়া প্রমুখ।


বিবার্তা/এসএ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com