বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যানজট নিরসনে সার্বক্ষণিক তৎপর জেলা প্রশাসক
প্রকাশ : ২৭ জুন ২০২৩, ২২:৫৮
বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে যানজট নিরসনে সার্বক্ষণিক তৎপর জেলা প্রশাসক
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার বলেছেন, মহাসড়কে যানজট নিরসনে আমরা সার্বক্ষণিক তৎপর রয়েছি। যে কোন পরিস্থিতি মোকাবেলায় প্রস্তত রয়েছি। আশা করছি মহাসড়কে বড় কোন যানজট হবে না। মহাসড়কে পুলিশ আনসার, ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।


২৬ জুন, মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।


তিনি আরও বলেন, রোজার ঈদে নির্বিঘ্নে মানুষ ঘরে ফিরতে পেরেছে। এবারো আমরা একই প্রচেষ্টা করছি। এখন পর্যন্ত মহাসড়কে বড় ধরনের কোন দুর্ঘটনা ঘটেনি। আমরা আশা করছি এবার ঈদেও একইভাবে সকলের সহযোগিতায় যাত্রীরা বাড়ি যেতে পারবে। প্রধানমন্ত্রীর নির্দেশনা সকল যাত্রীদের বাড়ি ফেরাতে হবেই এ লক্ষ্যেই আমরা মাঠে রয়েছি। সতর্কভাবে মানুষকে বাড়ি ফেরাতে কাজ করছি।


এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবুল হাশেম, অতিরিক্ত পুলিশ সুপার শরফুদ্দীন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/ইমরুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com