গোপালগঞ্জে এলজিইডি’র উদ্যোগে আয়বর্ধক প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশ : ২০ জুন ২০২৩, ২০:১২
গোপালগঞ্জে এলজিইডি’র উদ্যোগে আয়বর্ধক প্রশিক্ষণ কর্মশালা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় গোপালগঞ্জ সদর উপজেলার ‘রঘুনাথপুর কাঁচিদাহ খাল’ এলাকায় বসবাসরত বেকার, অসহায়, দরিদ্র ও হতদরিদ্র নারী-পুরুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আয়বর্ধনমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


২০ জুন, মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় গোপালগঞ্জ সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গোপালগঞ্জ এলজিইডি এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।


গোপালগঞ্জ সদর উপজেলা প্রকৌশলী এস এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. এহসানুল হক।


প্রকল্পের পক্ষে এলজিইডি’র কেন্দ্রীয় কার্যালয় থেকে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী প্রকৌশলী এটিএম রবিউল আলম।


প্রশিক্ষণটির সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ স্পেশালিস্ট মো. জাহাঙ্গীর হোসেন। দিনব্যাপী চলমান এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষক হিসেবে গোপালগঞ্জ সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রভাস চন্দ্র সেন, উপজেলা কৃষি কর্মকর্তা মাফরোজা আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান উপস্থিত ছিলেন। রঘুনাথপুর ইউনিয়নের নারী-পুরুষ সহ মোট ৪০ জন প্রশিক্ষণার্থী এ প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করেন।


বিবার্তা/সঞ্জয়/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com