সাংবাদিক নাদিম হত্যা: বাবুসহ ৪ জনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর
প্রকাশ : ১৮ জুন ২০২৩, ১২:১৩
সাংবাদিক নাদিম হত্যা: বাবুসহ ৪ জনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ ৪ জনকে বকশীগঞ্জ থানায় হস্তান্তর করেছে র‌্যাব।


রবিবার (১৮ জুন) ভোরে তাদের হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা।


এর আগে, শনিবার (১৭ জুন) বিকেলে পঞ্চগড় থেকে চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুসহ তিনজনকে ও বগুড়া থেকে রেজাউলকে গ্রেপ্তার করা হয়।


বিষয়টি নিশ্চিত করে বকশিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা গণমাধ্যমকে বলেন, রবিবার ভোরে ইউপি চেয়ারম্যান বাবুসহ চারজনকে থানায় আনে র‌্যাব। তাদের সকাল ১১টার মধ্যে আদালতে পাঠানো হবে এবং প্রত্যেকের জন্য ৭ দিনের রিমান্ড চাওয়া হবে।


গত ১৪ জুন রাতে বাড়ি ফেরার পথে বকশীগঞ্জের পাথাটিয়ায় পৌঁছালে অস্ত্রধারী ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত সাংবাদিক নাদিমকে পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর রাত ১২টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার (১৫ জুন) সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন বিকেল পৌনে ৩টার দিকে তার মৃত্যু হয়।


এ ঘটনায় সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২৫ জনকে আসামি করে বকশীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


উল্লেখ্য, নিহত সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও একাত্তর টেলিভিশনের স্থানীয় সংবাদদাতা হিসেবে কাজ করতেন। তিনি জেলা অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্বও পালন করছিলেন।


বিবার্তা/কেআর

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com