ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
প্রকাশ : ২৪ মে ২০২৩, ১৫:১৩
ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ায় বাল্য বিবাহ প্রতিরোধ, জেন্ডার সমতা, শিশু অধিকার ও সুরক্ষা নিশ্চিত করতে শিক্ষার্থীদের নিয়ে সচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।


বুধবার দুপুরে ইপসা’র আয়োজনে জেলা শহরের ভাদুঘর মাহবুবুল হুদা পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শামীম উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মো: জুলফিকার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আরজু মিয়া, বিদ্যালয়ের পরিচালক কমিটির সদস্য এডভোকেট চৌধুরী মোঃ শামসুজ্জামান সুজন, মোঃ আল-আমিন, ফারজান আক্তার, শিক্ষার্থী বুশরা বিন্তে কিবরীয়া প্রমুখ।


শুভেচ্ছা বক্তব্য রাখেন ইপসা’র জেলা সমন্বয়কারী গোলাম ছরোয়ার। ক্যাম্পেইনে বক্তারা বলেন, বাল্য বিবাহ সামাজিক ব্যধিতে পরিনত হয়েছে। এব্যধি থেকে সমাজকে রক্ষায় শিক্ষার্থীসহ সমাজের সকলকে এগিয়ে আসতে হবে।


এ সময় বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক নাটিকা প্রদর্শন করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরে বাল্য বিবাহ নিরোধ বিষয়ক তথ্য বোর্ড উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হেলেনা পারভীন।


বিবার্তা/নিয়ামুল/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com