রামগড়ে দুই কমিউনিটি ক্লিনিকে সচেতনতা সভা
প্রকাশ : ১৭ মে ২০২৩, ১৪:০৯
রামগড়ে দুই কমিউনিটি ক্লিনিকে সচেতনতা সভা
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খাগড়াছড়ির রামগড় উপজেলায় দুটি কমিউনিটি ক্লিনিকে ‌‘ধুমপান ও মদ্যপান পরিহার’ এবং ‘নিরাপদ মাতৃত্ব’ বিষয়ে ক্ষুদনৃৃগোষ্ঠির জনগণকে নিয়ে সচেতনতা বিষয়ে কমিউনিটি এ্যাওয়ারনেস সেশন” এর আয়োজন করা হয়েছে।


১৭ মে, বুধবার সকালে রামগড় উপজেলার বৈষ্ণব পাড়া (বল্টুরাম টিলা) মডেল কমিউনিটি ক্লিনিক ও দুপুরে সদু কারবারী পাড়া কমিউনিটি ক্লিনিক এ সভার আয়োজন করা হয়।


স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয়-এর স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ‘লাইফ স্টাইল এবং হেলথ এডুকেশন ও প্রমোশন, স্বাস্থ্য শিক্ষা ব্যুরো’ অপারেশনাল প্লানের আওতায় বাস্তবায়নকারী প্রতিষ্ঠান থার্ড আই কমিউনিকেশনের আয়োজনে এ এ্যাওয়ারনেস সেশন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রামগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ. বি. এম মোজাম্মেল হক।


এতে কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি গ্রুপ, কমিউনিটি সার্পোট গ্রুপের সদস্যবৃন্দ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


এ সময় বিভিন্ন ধরনের লিফলেট ও ফ্লিপচার্ট ব্যবহার করে ধুমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক,পরিহারের উপায় এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে করণীয় বিশেষ করে প্রসব পূর্ব, প্রসবকালীন এবং প্রসব পরবর্তি সময়ে মা ও নবজাতকের জীবন রক্ষায় করনীয় এবং প্রাতিষ্ঠানিক প্রসবের গুরুত্ব বিষয়ে আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।


পরে অংশগ্রহণকারীদের মাঝে ধুমপান ও মদ্যপানের ক্ষতিকর দিক, পরিহারের উপায় এবং নিরাপদ মাতৃত্ব বিষয়ে লিফলেট ও ফ্লিপচার্ট বিতরণ করা হয়।


বিবার্তা/আল-মামুন/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com