ব্রাহ্মণবাড়িয়ায় শিশু আধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ১১ মে ২০২৩, ২০:৩৬
ব্রাহ্মণবাড়িয়ায় শিশু আধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‌‌‘আর নয় বাল্যবিয়ে এগিয়ে যাবো স্বস্ন নিয়ে’ এ স্লোগান সামনে রেখে, বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭, বিধিমালা ২০১৮, জেন্ডার সমতা, ও শিশু আধিকার ও শিশু সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


ইপসা আয়োজনে ১১ মে, বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মো. শাহাগীর আলম। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. সইফুল ইসলাম এর সভপতিত্বে এতে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটি সমম্বয়কারী গোলাম সারোয়ার, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট হেলেনা পারভিন, মহিলা বিষয়েক কর্মকর্তা বিকারুন্নেছা, ইসপার বিভাগীয় প্রকল্প সমম্বয়কারী ফারহানা ইদ্রিস, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা।


এতে বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসার আহবান জানান। কর্মশালায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/নিয়ামুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com