সোনাইমুড়ীতে কোচিং সেন্টার সিলগালা, ৪ শিক্ষককে অব্যহতি
প্রকাশ : ০৯ মে ২০২৩, ১২:২৮
সোনাইমুড়ীতে কোচিং সেন্টার সিলগালা, ৪ শিক্ষককে অব্যহতি
নোয়াখালী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এসএসসি পরীক্ষার্থীদের রাত্রিকালীন কোচিং করার সময় নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাশিপুর এলাকায় অভিযান চালিয়ে ‘আইডিয়াল স্টুডেন্ট কেয়ার হোম কোচিং সেন্টার’ নামের একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একইসাথে ওই কোচিং সেন্টারের চার শিক্ষককে এসএসসি পরীক্ষা কেন্দ্রের দায়িত্ব থেকে অব্যহতি দেওয়া হয়েছে।


সোমবার ( ৮ মে) রাতে কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পাশ্ববর্তী কোচিং সেন্টারে অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিন মিয়া।


অব্যহতিপ্রাপ্ত শিক্ষকরা হলেন, কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী শিক্ষক মো. তুহিন, গণিত শিক্ষক মো. জহির উদ্দিন, কম্পিউটার বিষয়ের শিক্ষক ওয়াছিউর রহমান ও ইংরেজি শিক্ষক মো. হেলাল উদ্দিন।


নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইসমাইল হোসেন বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী পাবলিক পরীক্ষা চলাকালীন কোনো কোচিং সেন্টার পরিচালনা করা যাবে না। গোপন সংবাদের ভিত্তিতে পরীক্ষা চলাকালীন সময় রাতে ‘আইডিয়াল স্টুডেন্ট কেয়ার হোম কোচিং সেন্টার’ নামের এ প্রতিষ্ঠানটি পরীক্ষার্থীদের কোচিং করাচ্ছে এমন তথ্য পেয়েছি। কোচিং সেন্টারটি পরিচালনা করছেন কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। তথ্যের ভিত্তিতে রাতে ওই কোচিং সেন্টারে অভিযান চালানো হয়। অভিযোগ প্রমাণিত হওয়ায় এবং সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে কোচিং সেন্টার পরিচালনা করায় চার শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যহতি ও সেন্টারটি সিলগালা করে দেওয়া হয়েছে।


বিবার্তা/ বোরহান/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com