কৃষ্ণচূড়ায় সেজেছে লোহাগড়ার প্রকৃতি
প্রকাশ : ০৬ মে ২০২৩, ১৬:৩০
কৃষ্ণচূড়ায় সেজেছে লোহাগড়ার প্রকৃতি
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ কালনা-লোহাগড়া-নড়াইল-যশোর মহাসড়কের লোহাগড়া পৌরসভার শেষ প্রান্তের কালনা মহাসড়ক কে দৃষ্টিনন্দন করে তুলেছে কৃষ্ণচূড়া গাছটি। যেন লাল রঙে কৃষ্ণচূড়ার পসরা সাজিয়ে বসে আছে প্রকৃতি। গ্রীম্মের সেই নিষ্প্রাণ রুক্ষতা ছাপিয়ে প্রকৃতি নিজেকে মেলে ধরেছে আপন মহিমায়। ফুলের সৌন্দর্য এঁকে দেয় শিল্পীর নরম তুলি। গ্রীম্মের তীব্র গরম আর অবিরাম উষ্ণতায় যখন সমগ্র দেশ স্থবির ঠিক তখনই জেগে উঠেছে কৃষ্ণচূড়ার রক্তিমতা।


প্রতিবছর মে-জুন মাসে এমন রূপের দেখা মেলে লোহাগড়া পৌরসভার শেষ প্রান্তের কালনা মহাসড়কের কৃষ্ণচূড়া গাছটি। এ যেন লাল গালিচায় স্বাদর আমন্ত্রণ জানানো হচ্ছে অতিথিদের। ফুলে ফুলে রঙিন বিশাল কৃষ্ণচূড়া গাছটি পথচারীদের বিনোদনের বাড়তি আকর্ষণ হিসেবে দেখা দিয়েছে। বাচ্চারা লালে-লাল ফুলগুলো নিয়ে খেলা করে মনের আনন্দে মেতে উঠে, যা সত্যি উপভোগ্য।


এব্যাপারে লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম হায়াতুজ্জামান বলেন, কৃষ্ণচূড়ার রূপ-রসের সৌন্দর্য শুধু প্রকৃতিপ্রেমীদের কাছে নয় বরং পরিবেশ সচেতন ব্যক্তিদেরও করছে বিমোহিত। আর কৃষ্ণচূড়ার রঙিন ফুলে সৃষ্টি করেছে বৈচিত্র্যময় পরিবেশ। ছোট বেলা থেকেই বৃক্ষের প্রতি রয়েছে আমার বিশেষ দুর্বলতা। তিনি নান্দনিক বৃক্ষগুলো সংরক্ষণ ও বনায়নে বিশেষ ভাবে গুরুত্বারোপ করেন।


বিবার্তা/শরিফুল/এনএস


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com