কর্ণফুলীতে প্রথম দিনে অনুপস্থিত ১৪ পরীক্ষার্থী
প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৩, ১৭:০৫
কর্ণফুলীতে প্রথম দিনে অনুপস্থিত ১৪ পরীক্ষার্থী
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের কর্ণফুলীতে এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে ১৪ জন শিক্ষার্থী অনুপস্থিত রয়েছেন। রবিবার (৩০ এপ্রিল) এসএসসি'র বাংলা আবশ্যিক এবং দাখিলে কোরআন মাজিদ ও তাজবিদ পরীক্ষায় তারা উপস্থিত হননি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


উপজেলা প্রশাসন কার্যালয়ের শিক্ষা শাখায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ জানান, এবার কর্ণফুলী উপজেলার ৫টি ইউনিয়নে এসএসসি ১হাজার ৬০১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ১হাজার ৫৯১ শিক্ষার্থী। অনুপস্থিত ছিলেন ১০ জন।


একইভাবে দাখিলে ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা থাকলেও উপস্থিত ছিলেন ২৭৩ জন শিক্ষার্থী। এখানে ৪জন শিক্ষার্থী পরীক্ষা দিতে আসেননি।


এবার উপজেলার ৫টি ইউনিয়নে ৩টি কেন্দ্রে ১২ টি প্রতিষ্ঠানে ১ হাজার ৮৭৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।


এসএসসিতে ২টি কেন্দ্রে ৭টি বিদ্যালয় থেকে ১ হাজার ৬১০ জন শিক্ষার্থী, দাখিলে ১টি কেন্দ্রে ৫টি মাদ্রাসার ২৭৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।


পরীক্ষা চলাকালীন সময়ে প্রতিটি কেন্দ্র পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মামুনুর রশীদ চৌধুরী।


তিনি আরও বলেন, উপজেলায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশাবাদী পরবর্তী পরীক্ষাগুলো শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হবে। আর কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না হয় পরীক্ষা কেন্দ্রে সেই ক্ষেত্রে প্রতিটি কক্ষ সিসিটিভির আওতায় আনা হয়েছে।


বিবার্তা/জাহেদ/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com