টাঙ্গাইলে মামা হত্যার অভিযোগে দুই ভাগ্নে গ্রেফতার
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৩, ১৮:৫৮
টাঙ্গাইলে মামা হত্যার অভিযোগে দুই ভাগ্নে গ্রেফতার
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের মধুপুরে চাঞ্চল্যকর আব্দুল জলিল হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার দুই ভাগ্নেকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‌্যাব-১৪)।


বুধবার(২৬ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে।


আটককৃত সিহাদ মিয়া(২৩) ও নোমান মিয়া(২৫) মধুপুর উপজেলার শোলাকুড়ি (গিলাগাইছা) গ্রামের সাখাওয়াত হোসেনের ছেলে। বুধবার ভোর রাতে কালিহাতী উপজেলা সদরের বাসস্টেশন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।


র‌্যাব-১৪ জানায়, ক্যারাম খেলাকে কেন্দ্র করে সিহাদ মিয়ার সঙ্গে অপর দুই ব্যক্তির ঝগড়া হয়। তাদের মামা আব্দুল জলিল ওই ঝগড়ার সালিশ-মিমাংসা করে দেন। এতে ভাগ্নে সিহাদ মিয়া ক্ষুদ্ধ হয়। গত ১৫ এপ্রিল দুপুরে মধুপুর উপজেলার হরিণধরা বাজারে মামা আব্দুল জলিলকে একা পেয়ে সিহাদ মিয়া ও মো. নোমান মিয়া সহ কয়েক বন্ধু মিলে আব্দুল জলিলকে ছুরিকাঘাতে হত্যা করে। পরে তারা সিলেটে আত্মগোপন করে।


এ বিষয়ে নিহত আব্দুল জলিলের ছোট ভাই মো. খলিলুর রহমান বাদি হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।


র‌্যাব-১৪ আরও জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একদল র‌্যাব সদস্য কালিহাতী বাসস্ট্যান্ডে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের মধুপুর থানায় হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/ইমরুল/এনএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com