ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষকের ঘরে ঘরে নতুন ধানের উৎসব
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৩, ১৬:৪১
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কৃষকের ঘরে ঘরে নতুন ধানের উৎসব
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মাঠজুড়ে সোনালি ধানের সমারোহ। বৈশাখী বাতাসে দুলছে পাকা ধানের ছড়া। ধানের মৌ ঘ্রাণে খুশির ঝিলিক কৃষকের চোখে-মুখে। মাঠে মাঠে শুরু হয়েছে বোরো ধান কাটার উৎসব। ধান কাটতে কৃষকরা ব্যস্ত সময় পার করছেন।


সোনা রঙের পাকা ধান ভোরের সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই কাঁচি হাতে কৃষক মাঠে ছোটেন সেই ধান কাটতে। ধান কাটার সময় তারা কেউ কেউ একমনে গেয়ে ওঠেন ভাটিয়ালী-ভাওয়াইয়া। তাদের গানে মুগ্ধ হয়ে শালিকের ঝাঁক কিচির-মিচির গলা মিলায় ! ধানের পাঁজা মাথায় নিয়ে কৃষক যখন আলপথে পায়ের ছাপ এঁকে হেঁটে যান- তখন মনে হয় সূর্যের আলোয় কৃষকের মাথায় স্বর্ণদানা চিকচিক করছে।


মৃদু বাতাসে দোল খাচ্ছে মাঠ ভরা সোনালী ধান। লেজঝোলা ফিঙে আর শালিক ঝগড়া করে, তারপর উড়ে যায়। এসব কিছুই দেখার ফুরসত নেই যেন কৃষকের! মাঠের পাকা ধান কেটে তুলতে হবে গোলায়। সে কাজেই ব্যস্ত ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার কৃষকেরা।



সরাইল উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. একরাম হোসেন দুপুরে বিবার্তাকে জানান, এবার উপজেলায় ২৮’ ধানের সমস্যা হলেও বাম্পার ফলন হয়েছে। এখন মাঠে ধান কাটার উৎসব চলছে। তিনি জানান, ধানের বাম্পার ফলন হওয়ায় কৃষকরা যেমন খুশি, তেমনি স্বস্তিতে কৃষি সম্প্রসারণ অধিদফতরও।


কৃষিবিদ মো. একরাম হোসেনের তথ্য মতে, এ বছর সরাইল উপজেলায় প্রায় ১৫ হাজার হেক্টর জমিতে ধান চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এখন উপজেলা জুড়ে বাতাসে ভেসে বেড়ায় পাকা ধানের মিষ্টি ঘ্রাণ। দিনভর হাড়ভাঙ্গা খাটুনি খেটে ধান কাটার পর মাড়াই শেষে ঘরে তুলছেন কৃষকেরা। তাদের এ কাজে সহযোগিতা করছেন কৃষাণি বধূরাও। আর এভাবেই দেখতে দেখতে গোলা ভরে উঠছে। গ্রামে গ্রামে চলছে নবান্ন উৎসব।


বিবার্তা/আকন্ঞ্জি/রোমেল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com