সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিলো ‘ভয়েস অব ঝিনাইগাতী’
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৩, ১৬:৩৭
সুবিধাবঞ্চিতদের ঈদ উপহার দিলো ‘ভয়েস অব ঝিনাইগাতী’
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। দুঃখ ভুলে আনন্দ ভাগাভাগি করে নেয়ার দিন। অনেকেই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছেন প্রিয়জনকে বাহারি উপহার দেয়া এবং নেয়ার মাধ্যমে। কিন্তু আমাদেরই সমাজে কিছু হতভাগা মানুষ আছে যাদের ছুঁতে পারে না কোন উৎসব, এমনকি ঈদও।


গত কয়েক বছর ধরেই শেরপুরের ঝিনাইগাতী উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘ভয়েস অব ঝিনাইগাতী’ বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সেই ধারবাহিকতায় এবার ঈদ আনন্দ ভাগাভাগি করতে উপজেলার প্রায় ৪০০ অসহায় ও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সমাগ্রী ও নতুন পোশাক বিতরণ করেছে এ স্বেচ্ছাসেবী সংগঠন।


বুধবার (১৯ এপ্রিল) বেলা ১২টায় উপজেলার থানা রোড এলাকায় এসব উপহার তুলে দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর।


প্রবাসী বাংলাদেশি ড. জাফর ইকবালের আর্থিক সহায়তায় ঈদ উপহার হিসেবে তিন শতাধিক পরিবারের মাঝে পোলাও চাল, সেমাই, চিনি, গুঁড়াদুধের প্যাকেট, তেল, সাবান, পিঠা, মুড়ি, পিঁয়াজ, আলু, রসুন, ডাল ও লবণ। এছাড়া আরও ৭০ জন নারী-পুরুষদের জন্য ছিল লুঙ্গি, পাঞ্জাবি, শাড়ি, বøাউজ ও পেডিকোট। এবার ঈদে এসব উপহার সামগ্রী পেয়ে তারা খুবই আনন্দিত।


বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা ও ইউপি সদস্য সাংবাদিক মো. জাহিদুল হক মনির। এতে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইগাতী থানার ওসি (তদন্ত) মো. আবুল কাশেম। 


এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ইউপি সদস্য মো. জবেদ আলী, আয়োজক সংগঠনের সিনিয় সহসভাপতি সাংবাদিক মো. মোশারফ হোসাইন, সাধারণ সম্পাদক মো. সোহেল রানা, যুগ্ন সাধারণ সম্পাদক মো. সোহেল মিয়া, সদস্য মো. সোবাহান, লিখন, মিলন প্রমুখ।


কালিনগর এলাকার ছালেহা বেওয়া বলেন, ‘খুব কষ্ট করে রোযাগুলো পার করলাম। কখনও ভাবিনি এতগুইল্যা ঈদের বাজার আমি পামু। দোয়া করি আল্লাহ আইন্নে গোর ভালা করুক।’


আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. জাহিদুল হক মনির বলেন, ‘আমাদের এ সংগঠন দরিদ্র মানুষ ও সুবিধাবঞ্চিতদের জন্য নানা রকম কাজ করে থাকে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটা ভেবেই  আত্মতৃপ্তি পাচ্ছি। আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।’


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল কবীর বলেন, ‘কিছু কাজ আছে যা নিজের বিবেকের তাড়নায় করতে হয়। সে কাজগুলো জীবনে যে প্রশান্তি এনে দেয়, তা আরও নতুন করে ভালো কিছু কাজের উৎসাহ জোগায়। অহেলিত মানুষের পাশে ও রাষ্ট্রের পাশাপাশি দেশ ও সমাজের সর্বস্তরের ব্যক্তিরা এগিয়ে এলে তাদের মুখে হাসি ফোটানো সম্ভব। ‘ভয়েস অব ঝিনাইগাতী’র এ ধরনের কাজ দৃষ্টান্তমূলক।’


বিবার্তা/জাহিদুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com