
বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ বিশ্বের কোথাও নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
১০ মে, শুক্রবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে মহানগর সার্বজনীন পূজা কমিটির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, এই বাংলাদেশে যখন ঈদ হয় তখন সনাতনীরা হাসপাতালে দায়িত্ব পালন করে। পূজার সময় অন্য ধর্মের লোকজন মন্দিরে আসেন। বাংলাদেশের মতো সম্প্রীতির দেশ বিশ্বের কোথাও আছে বলে আমার জানা নেই।
তিনি বলেন, আমি অবসরে টেলিভিশনে নাটক দেখি। কিন্তু একটি টেলিফোন আমার জীবনের মোড় ঘুরে গেল। মন্ত্রী হলাম। এখন সারাদেশে ঘুরে বেড়াতে হয়। প্রধানমন্ত্রী আমাকে যে গুরুদায়িত্ব দিয়েছেন তা সঠিকভাবে পালনের চেষ্টা করব।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মো. সোলায়মান সেলিম, পংকজ দেবনাথ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা প্রমুখ।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]