নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে পুলিশের হটলাইন চালু
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৩, ১৩:১১
নড়াইলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে পুলিশের হটলাইন চালু
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর দাম নির্ধারিত মূল্য থেকে অতিরিক্ত মূল্য নিয়ে থাকলে তাৎক্ষণিক পুলিশকে ০১৩২০১৪৭০৯৮ নাম্বারে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়েছে।


২এপ্রিল, রবিবার অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম এবং অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী শহরের চৌরাস্তা কাঁচা বাজার ও রূপগঞ্জ বাজার মনিটরিং করেন।


শাক-সবজি, মাছ-মাংস, দুধ-ডিম, ছোলা-খেজুরসহ অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসমূহ কেনার জন্য সাধারণ জনগণ যাতে হয়রানির শিকার না হয় সে জন্য তারা দোকানের ন্যায্য মূল্য তালিকা টানিয়ে রাখার আহবান জানান। এ সময় তারা ক্রেতা-বিক্রেতা ও বাজারে আগত বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে মতবিনিময় করেন এবং গুজব ছড়িয়ে বাজারে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে বাজার
কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জানান ।


এ ব্যাপারে নড়াইল পুলিশ সুপার মোসা. সাদিরা খাতুন বলেন, রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য বৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার তদারকি করবে পুলিশ।


বিবার্তা/শরিফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com