স্বাধীনতা দিবসে মোংলায় দুই যুদ্ধ জাহাজ উন্মুক্ত
প্রকাশ : ২৬ মার্চ ২০২৩, ১৮:৪৮
স্বাধীনতা দিবসে মোংলায় দুই যুদ্ধ জাহাজ উন্মুক্ত
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মোংলায় নৌবাহিনী ও কোস্ট গার্ডের যুদ্ধ জাহাজ সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।


২৬ মার্চ, রবিবার সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত নৌবাহিনীর কপোতক্ষ ও কোস্টগার্ডের কামরুজ্জামান নামের যুদ্ধ জাহাজ দুটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়।


মোংলার দ্বিগরাজে নৌ ও কোস্টগার্ড ঘাটিতে স্বাধীনতা দিবস উপলক্ষ্যে এই যুদ্ধ জাহাজ দুটিকে বাহারি রঙের পতাকা দিয়ে সাজানো হয়। যুদ্ধ জাহাজ দুটি সকাল থেকে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করার পর দেখতে মোংলা শহর ও পার্শ্ববর্তী রামপাল, দাকোপ উপজেলা থেকেও ছুটে আসে মানুষ। নৌঘাটি ও কোস্টগার্ড পশ্চিম জোন সদর দফতরে মনোরম পরিবেশে যুদ্ধ জাহাজ দুটি দেখার সুযোগ পেয়ে খুশিতে আত্মহারা হন শিশুসহ বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দর্শনার্থীরা।


বিবার্তা/জাহেদ/রিয়াদ/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com