নাজিরপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন ২২ মার্চ
প্রকাশ : ২০ মার্চ ২০২৩, ২০:১৪
নাজিরপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর উদ্বোধন ২২ মার্চ
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভূমিহীন-গৃহহীন পরিবারকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ৪র্থ পর্যায়ে উদ্বোধন উপলক্ষে প্রেস ব্রিফিং করেছে পিরোজপুরের নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা: সঞ্জীব দাশ।


সোমবার (২০ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।


উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার ৯ টি ইউনিয়নে ১ম,২য়,৩য় পর্যায়ে ইতিমধ্যে ৮২১ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে পূর্ণবাসন করা হয়েছে। এ উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করার লক্ষ্যে, ৪র্থ পর্যায়ে অবশিষ্ট ৩১০ টি পরিবারকে পূর্ণবাসনের কার্যক্রম চলমান রয়েছে। জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রম আগামী ২২ মার্চ ২০২৩ তারিখে প্রধানমন্ত্রী শুভ উদ্বোধন করবেন এবং নাজিরপুর উপজেলাকে ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করবেন বলে নাজিরপুর উপজেলা প্রশাসন নানামূখী কার্যক্রম গ্রহন করেছেন। উপকারভোগী,ইউনিয়ন পরিষদ বৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান, রাজনৈতিক নেত্রীবৃন্দ, সরকারী কর্মকর্তা সহ সকল শ্রেণি পেশার মানুষকে সম্পৃক্ত করা হয়েছে।


এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ডা: সঞ্জীব দাশ বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১৯৭২ সালে ভূমিহীন-ছিন্নমূল মানুষের বাসস্থানের যে পূনর্বাসনের ব্যবস্থা করেছিলেন তারই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর অসম্পূর্ণ কাজ বাস্তবায়ন করতে বদ্ধপরিকর। সরকারের এ মহতী উদ্যোগকে আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্বাগত জানাই।


বিবার্তা/মশিউর/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com