'এমন ন্যাক্কারজনক ঘটনায় কোন তৃতীয় পক্ষকেও ছাড় দেওয়া হবে না'
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১৮:৪১
'এমন ন্যাক্কারজনক ঘটনায় কোন তৃতীয় পক্ষকেও ছাড় দেওয়া হবে না'
গৌরীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের পাচাশি গ্রামে বিদ্যুতের খুঁটি স্থাপনকে কেন্দ্র করে খুন ও অর্ধশতাধিক বাড়ি-ঘরে অগ্নিসংযোগের ঘটনাস্থল বুধবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পরিদর্শনে আসেন ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহাম্মদ ভূইয়া।


এ সময় তিনি বলেন আমার ১৬ বছরের চাকরি জীবনে এমন ঘটনা দেখিনি, এইটা ন্যাক্কারজনক ঘটনা।  এখানে আমার একাধিক টিম কাজ করছে কারা কারা জড়িত বা জড়িত রয়েছে সব আমি জানি। কোন তৃতীয় পক্ষকেও ছাড় দেওয়া হবে না। হত্যার ঘটনায় মামলা হয়েছে যেমন, তেমনি অগ্নিকাণ্ডের ঘটনায়ও মামলা হবে। কোন ঘটনা ঘটার পরে আইনের আশ্রয় না নিয়ে কারো ইন্ধনে আইন নিজের হাতে তুলে নেয়া হলে তাদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হবে। আমি ওসিকে বলে দিয়েছি কঠিন ব্যবস্থা গ্রহন করার  জন্য।


সে সময় উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারমান মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আনজুম পপি, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, গৌরীপুর থানার  অফিসার্স ইনচার্জ মাহমুদুল হাসান, গৌরীপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ। 


উল্লেখ্য, বিদ্যুতের খুটি স্থাপনকে কেন্দ্র করে রবিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক সাড়ে ১১টায় সাজ্জাদুল হক নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় উত্তেজিত এলাকাবাসী অর্ধশতাধিক বাড়িঘরে অগ্নিসংযোগ করে। হত্যার ঘটনায় নিহতের ছেলে বাদী হয়ে ২০ ফেব্রুয়ারি গৌরীপুর থানায় ১৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনকে আসামী করা হয়েছে। গত ২০ ফেব্রুয়ারী গৌরীপুর থানা পুলিশ ৩ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। 


বিবার্তা/হুমায়ুন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com