ভারত ট্রানজিট হয়ে মোংলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০০:৫৭
ভারত ট্রানজিট হয়ে মোংলায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

এবার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল ভারত ট্রানজিট হয়ে মোংলা বন্দরে এসেছে। মূলত সম্প্রতি ৭টি জাহাজ কোম্পানীর ৬৯ জাহাজে রাশিয়ার পণ্য পরিবহণে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা জারি করে। ফলে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য আমদানিকৃত মালামাল খালাস হয় ভারতে। এরপর ভারত থেকেই তা আনা হয়েছে এদেশে।


স্থানীয় শিপিং এজেন্ট আলসাফা শিপিং লাইন্সের পরিচালক আলহাজ্ব এইচ, এম দুলাল জানান, ভারতের হলদিয়া বন্দর থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল নিয়ে আসা বাংলাদেশী পতাকাবাহী জাহাজ এমভি সেজুতি বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোংলা বন্দরের ৭ নম্বর জেটিতে ভিড়েছে।


জাহাজটিতে ১০৪৮ মেট্টিক টন স্টেকচার ও মেশিনারী পণ্য রয়েছে। রাতেই জাহাজটি থেকে পণ্য খালাস শুরু পর সড়ক পথে তা যাবে রূপপুর পারমাণবিক কেন্দ্রে। তিনি বলেন, রাশিয়া থেকে সরাসরি নয়, ট্রানজিটের মাধ্যমে এম,ভি সেজুতি রূপপুরের মালামাল নিয়ে এসেছে ভারতের হলদিয়া বন্দর থেকে। তবে এটিই রূপপুর পণ্যের প্রথম ভারত ট্রানজিট চালান। এর আগে রূপপুরের সকল পণ্যই রাশিয়া থেকে সরাসরি মোংলা বন্দরে আসে। গত ২২ জানুয়ারি এমভি কামিল্লা ও ২৯ জানুয়ারী এমভি আনকাসান এবং সাপোডিলা রাশিয়া থেকে রূপপুরের মালামাল নিয়ে সরাসরি এসেছিলো মোংলা বন্দরে।


উল্লেখ্যে, সম্প্রতি ৭টি জাহাজ কোম্পানীর ৬৯টি জাহাজে রূপপুরের মালামাল পরিবহণে নিষেধাজ্ঞা জারি করে মার্কিন যুক্তরাষ্ট্র। যার প্রেক্ষিতে এর আগে রূপপুরের মালামাল নিয়ে রাশিয়া থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসা এমভি উসরা মেজরকে বাংলাদেশে ঢুকতে দেয়া হয়নি তখন। ওই জাহাজটির ২৪ ডিসেম্বর মোংলা বন্দরে ভিড়ার সিডিউল ছিলো। কিন্ত মার্কিন নিষেধাজ্ঞায় তা তখন সম্ভব হয়নি। পরে অবশ্য ওই জাহাজটি পণ্য খালাসে ভারতে গেলে সেখানেও পণ্য খালাস করতে না পারায় ফেরত যায় উসরা মেজর। মার্কিন যুক্তরাষ্ট্রের ওই নিষেধাজ্ঞায় রাশিয়া, বাংলাদেশ ও ভারতসহ আন্তর্জাতিক বাণিজ্য মহলে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয় রয়েছে।


বিবার্তা/জাহিদ/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com