আইইবি নির্বাচনে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত
প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২০:২৮
আইইবি নির্বাচনে প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সর্বাধিক ভোট পেয়ে নির্বাচিত
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

দেশের সবচেয়ে প্রাচীন পেশাজীবী প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ-আইইবি'র ২০২৩-২০২৪ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


গত ৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত এই নির্বাচনে প্রদত্ত ভোটের সর্বাধিক ভোট পেয়ে পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসাইন ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।


তিনি মোট ৩ হাজার ৭৩৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রকৌশলী আমিনুর রশিদ মাসুদ পেয়েছেন ৫৬৪ ভোট। নির্বাচনে ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে। প্রকৌশলী মোহাম্মদ হোসাইন সবুর-মঞ্জু প্যানেল হতে নির্বাচিত হয়েছেন।


উল্ল্যেখ্য, প্রকৌশলী মোহাম্মদ হোসাইন বর্তমানে আইইবির ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনে সবুর-মঞ্জু প্যানেলে প্রকৌশলী মো. আব্দুস সবুর প্রেসিডেন্ট এবং এস এম মঞ্জুরুল হক মঞ্জু সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিতসহ পূর্ণ প্যানেল নির্বাচিত হয়।


বিবার্তা/রাসেল/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com