চসিকের প্রকৌশলীকে পেটানোর ঘটনায় গ্রেফতার ৩
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৩, ১১:১৪
চসিকের প্রকৌশলীকে পেটানোর ঘটনায় গ্রেফতার ৩
চট্রগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম সিটি করপোরেশন অফিসে ঢুকে প্রকৌশলীকে পেটানোর ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এছাড়া এ ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ ২০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।


রবিবার (২৯ জানুয়ারি) বিকেলে নগরের টাইগারপাস অস্থায়ী কার্যালয়ের চতুর্থ তলায় প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর কার্যালয়ে এ ঘটনা ঘটে।


চট্টগ্রাম নগরীর খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিষটি নিশ্চিত করেছেন।


সূত্রে জানা যায়, বিকেল পৌনে ৪টায় টাইগারপাসের অস্থায়ী প্রধান কার্যালয়ে নিজের দপ্তরে আসেন প্রকল্প পরিচালক মো. গোলাম ইয়াজদানী। এ সময় প্রায় ২০ থেকে ২৫ জন ঠিকাদার অনুমতি ছাড়া তার কক্ষে ঢুকে কথা বলার এক পর্যায়ে তাকে কিল-ঘুষি মারতে থাকেন। অফিস সহকারী তিলক দে তাকে রক্ষা করতে গেলে তিনিও মারধরের শিকার হন। পরে ঠিকাদাররা প্রকল্প পরিচালকের নামফলক ও টেবিলের কাচ ভেঙে ফেলেন। এরপর ঠিকাদাররা সেখান থেকে চলে যান।


এ বিষয়ে প্রকল্প পরিচালক গোলাম ইয়াজদানীর জানান, ২০ থেকে ২৫ জন ঠিকাদার হঠাৎ তার কক্ষে ঢুকে মারধর শুরু করে। এসময় তাকে গালিগালাজও করা হয়। ভাঙচুর করা হয় কক্ষ ও বাইরের নেমপ্লেট। তার অভিযোগ, পছন্দমতো কাজ না দেয়ায় ঠিকাদাররা এ হামলা চালিয়েছে। ঘটনার খবর পেয়ে সেখানে আসেন, সিটি মেয়র ও পুলিশ কর্মকর্তারা।


জানা গেছে, মো. গোলাম ইয়াজদানী স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের নির্বাহী প্রকৌশলী। গত বছরের ১৪ আগস্ট তাকে ‘চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতায় এয়ারপোর্ট রোডসহ বিভিন্ন সড়কসমূহ উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অবকাঠামোগত উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে অফিস আদেশ জারি করা হয়।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com