কুষ্টিয়ায় অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা
প্রকাশ : ২৬ জানুয়ারি ২০২৩, ১৪:২৩
কুষ্টিয়ায় অনুষ্ঠিত হচ্ছে সরস্বতী পূজা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারা দেশের ন্যায় কুষ্টিয়াতে নানা আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে বিদ্যার দেবী সরস্বতী পূজা। সনাতন ধর্মালম্বীরা এই পূজার আয়োজন করে থাকে।


২৬ জানুয়ারি, বৃস্পতিবার সকালে শ্রীপঞ্চমী তিথির মধ্য দিয়ে শুরু হয়েছে সরস্বতী পূজা। এদিন বানী অর্চনা ও সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়। কুষ্টিয়ার বিভিন্ন মন্ডপ, বাড়ি ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ সহস্রাধিক স্থানে আয়োজন করা হয়েছে সরস্বতী পূজার।


সনাতন ধর্মালম্বীদের মতে, প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে শ্বেতশুভ্রা কল্যাণময়ী বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করা হয়। শ্বেতশুভ্র বসনা সরস্বতী দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা থাকে। এজন্য তাকে বীণাপাণিও বলা হয়। তাকে ঐশ্বর্যদায়িনী, বুদ্ধিদায়িনী, জ্ঞানদায়িনী, সিদ্ধিদায়িনী, মোক্ষদায়িনী এবং শক্তির আধার হিসেবে সনাতন ধর্মাবলম্বীরা আরাধনা করেন।


বিবার্তা/শরীফুল/জামাল


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com