কারাগারই শিশুর নিরাপদ স্থান!
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৩, ০০:২৫
কারাগারই শিশুর নিরাপদ স্থান!
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জে প্রতারণার মামলায় শরিফা জাহান নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সঙ্গে পাঠানো হয়েছে তার তিন বছরের শিশুকেও।


রবিবার (২২ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জের আমলি আদালতের বিচারক শিশু সন্তানসহ ওই নারীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।পরে সন্ধ্যায় মা-মেয়েকে কারাগারে নেওয়া হয়।


শরিফা জাহান চাঁপাইনবাগঞ্জ পৌর এলাকার রেহাইচরের মো. আলমগীর হোসেনের স্ত্রী।


শরিফা জাহানের আইনজীবী মাহিদুল মূলক বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির কোনো নিরাপদ স্থান না থাকায় মা নিজ ইচ্ছায় কারাগারে নিতে চাইলে আদালত মায়ের সঙ্গে শিশুটিকে কারাগারে রাখার নির্দেশ দেন।


চাঁপাইনবাবগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় কথা হয় শরিফা জাহানের সঙ্গে। তিনি বলেন, আমার দুলাভাই আমাকে একটি এনজিও পরিচালনা কমিটির সদস্য করেছিলেন। পরে গ্রাহকদের একাধিক মামলায় আমাকেও আসামি করা হয়। রবিবার একটি মামলায় আইনজীবীর মাধ্যমে জামিন আবেদন করি। কিন্তু আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।


তখন তিন বছরের ওই শিশু তার কোলেই ছিল। এছাড়া তার ১০ বছরের আরেক সন্তানকেও মায়ের জন্য আদালত ভবনের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ওই শিশু বলে, আমার মা কারাগারে যাচ্ছেন। ছোট বোনকেও নিয়ে যাচ্ছেন। কিন্তু বাড়িতে এখন মাকে ছাড়া একা থাকতে হবে।


চাঁপাইনবাবগঞ্জ আদালতের পুলিশ পরিদর্শক দিলীপ কুমার দাস বলেন, আজ এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আদালতের আদেশে ওই নারীর সঙ্গে তিন বছরের শিশুকেও কারাগারে পাঠানো হয়েছে।


বিবার্তা/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com