নড়াইলে সুলতান মেলায় ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৩, ১২:১৫
নড়াইলে সুলতান মেলায় ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

‘ঘোড়দৌড় দেখেছি কিন্তু ঘোড়ার গাড়ির দৌড় আগে কখনো দেখিনি। ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতা দেখে অন্যরকম আনন্দ লাগছে, এটি সত্যি উপভোগ্য।’ বরেণ্য চিত্র শিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত সুলতান মেলার ৫ম দিনে ঘোড়ার গাড়ি দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ।


বুধবার (১১ জানুয়ারি) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা প্রশাসন ও এস এম সুলতান ফাউন্ডেশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ সংলগ্ন কুড়ির ডোর মাঠে বিভিন্ন উপজেলা থেকে আসা ১৬ টি গাড়ি প্রতিযোগিতায় অংশ নেন। মাঠের এক প্রান্তে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ঘোড়ার গাড়ি। বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে চালকরা তাদের ঘোড়া ছুটিয়ে ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেন। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ির দৌড় প্রতিযোগিতা দেখতে মাঠের চারপাশে নানা বয়সের হাজারো উৎসুক দর্শনার্থী ভিড় জমান।


আগামী ২০ জানুয়ারি মেলার সমাপনী অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্বাচিত একজন গুণী চিত্রশিল্পীকে ‘সুলতান পদক-২০২২’ এ ভূষিত করবেন। ওই সময় শিল্পীর হাতে ‘সুলতান স্বর্ণপদক’ তুলে দেবেন বলে জানিয়েছেন আয়োজকরা।


বিবার্তা/শরীফুল/এমএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com