তীব্র শীতে কাবু উপকূলীয় এলাকা
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৩, ১৪:০৩
তীব্র শীতে কাবু উপকূলীয় এলাকা
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সারাদেশের সঙ্গে মোংলাসহ সুন্দরবন উপকূলীয় এলাকায় শীতের তীব্রতা বেড়েছে। মোংলায় আকাশ ঘন কুয়াশা যুক্ত হয়ে শীতের তীব্রতা আরো বাড়িয়ে দিয়েছে। বাতাস কনকনে ঠান্ডা, শীত জেঁকে বসেছে। তবে কুয়াশা ও বাতাস একত্রিত হয়ে শীতের প্রকোপ এক ধাপ বেড়েছে।


শীতে এখানকার জন-জীবন স্থবির হয়ে পড়েছে। ঘন-কুয়াশায় মোংলার মহাসড়কে যানবাহন ও বন্দরের পশুর চ্যানেলে নৌযান চলাচল ও পণ্য পরিবহণ বিঘ্নিত হচ্ছে। কুয়াশায় নদী ও সড়ক পথে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এদিকে হঠাৎ জেঁকে বসা প্রচন্ড শীতে চরম বিপদে পড়েছেন সাধারণ খেটে খাওয়া দিনমজুরেরা।
মোংলার ঘাটের দিনমজুর ও শ্রমিকরা জানিয়েছেন, সকাল থেকে আকাশ মেঘলা, কুয়াশা ও বাতাসে খুব শীত। তারা কোনো কাজ-কাম করতে পারছেন না।


এদিকে ঘন কুয়াশায় নদীতে নৌযান চলাচলে দুর্ঘটনার ঝুঁকির আশংকায় পর্যটনবাহী লঞ্চ, জালিবোট ও ট্রলারগুলো ঘাটে অলস বেঁধে রেখেছেন ব্যবসায়ীরা। এতে ক্ষতির সম্মুখীন পর্যটন শিল্পও।


মোংলা আবহাওয়া অফিসের ইনচার্জ অমরেশ চন্দ্র ঢালী জানিয়েছেন, আজ মোংলায় সর্বনিম্ন তাপমাত্রা ১২.২ ডিগ্রি সেলসিয়াস। আরো দুই এক দিন এমন পরিস্থিতি থাকতে পারে বলে জানান তিনি।


বিবার্তা/কেআর


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com