নড়াইলে দু’দিনব্যাপী ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৩, ১৯:৩৬
নড়াইলে দু’দিনব্যাপী ইসলামী সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের কালিয়া উপজেলার খড়রিয়া মিনাপাড়ায় দু’দিনব্যাপী ইসলামী সংগীত প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৬ জানুয়ারি) রাতে এ অনুষ্ঠান শেষ হয়েছে। প্রতিযোগিতায় নড়াইলসহ যশোর, খুলনা, গোপালগঞ্জ, বাগেরহাট ও নওগাঁ জেলা থেকে ১০০ প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় দুই গ্রুপে বিজয়ী ১০জনকে পুরস্কৃত করা হয়। স্কুল, কলেজ, মাদরাসাসহ বিভিন্ন পেশার মানুষ ইসলামী সঙ্গীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।


খড়রিয়া মিনাপাড়া বায়তুর রহমান জামে মসজিদের উদ্যোগে এবং মরহুম হালিমা আলতাফ হোসেন মিনার স্মরণে এ প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।


মাওলানা আব্দুর রহমানের সভাপতিত্বে ইসলামী আলোচনায় প্রধান অতিথি ছিলেন-মুফতি আব্দুল মান্নান। প্রধান বক্তা হাফেজ মাওলানা মুফতি হাফিজুর রহমান আজাদী। এছাড়া বিশেষ বক্তা ছিলেন-মাওলানা জসিম উদ্দীন, মাওলানা মাহমুদুল হাসান বিন মেহেদী, মাওলানা মুফতি হাফিজুর রহমান, মাওলানা মুফতি মাহফুজুর রহমানসহ প্রমুখ।


বিবার্তা/শরিফুল/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com