ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৩, ১৬:৪৮
ঘোড়ার দৌড় দেখতে হাজারো মানুষের ভিড়
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ জানুয়ারী) বিকেলে মাচাবান্দা ফকির পাড়ার বিলে এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মাচাবান্দা আদর্শ পাড়ার আয়োজনে এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন উদযাপন কমিটির সভাপতি রফিকুল ইসলাম চাঁদ।


ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন, দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার প্রতিযোগী মাসুম ও ২য় স্থান অধিকার করেন, একই উপজেলার ফৌরদৌসি আক্তার। পরে প্রথম স্থান অধিকারকারী প্রতিযোগীর হাতে ৩২ ইঞ্চি এলইডি টিভি ও ২য় স্থান অধিকারকারী প্রতিযোগীর হাতে অ্যান্ডড্রোয়েড মোবাইল ফোন তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান।


এদিকে ঘোড়ার দৌড় প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের এলাকা থেকে হাজারো মানুষ জড়ো হয় মাচাবান্দার বিলে। ঘোড়ার দৌড় দেখতে আসা রাসেল বলেন, দীর্ঘদিন পর বিনোদনের জন্য ঘোড়ার দৌড় দেখতে এসেছি। এখন সাধারণত গ্রামাঞ্চলে কোনো বিনোদনের ব্যবস্থা নেই। গ্রামাঞ্চলের নারী-পুরুষ সবাই মিলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করছেন।


ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করতে আসা জোড়গাছ এলাকার বাবুল, রুবেল জানান, আমরা কয়েকজন বন্ধু মিলে এখানে এসেছি। শান্তিপূর্ণ পরিবেশে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা উপভোগ করছি।


ঘোড় দৌড় প্রতিযোগীতার অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সহযোগী অধ্যাপক মামুন অর রশিদ, সহযোগী অধ্যাপক আব্দুর রহমান রতন, বিশিষ্ঠ ব্যবসায়ী শ্রী তপন কুমার সরকার প্রমুখ।


বিবার্তা/রাফি/জেএইচ


সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com