রোহিঙ্গা শিবিরে অস্ত্রসহ যুবক গ্রেফতার
প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৩, ১৪:৩৪
রোহিঙ্গা শিবিরে অস্ত্রসহ যুবক গ্রেফতার
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলি হয়েছে। ঘটনাস্থল থেকে এক বাঙালি যুবককে পিস্তল ও গুলিসহ গ্রেফতার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।


মঙ্গলবার (৩ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে পালংখালী ইউনিয়নের ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তাকে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃতের নাম আব্দুস শুক্কুর। তার বাড়ি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায়।


৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ এ তথ্য জানিয়েছেন।


তিনি জানান, মঙ্গলবার মধ্যরাতে উখিয়ার ৮-ইস্ট নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-৩৫ ও বি-৩৭ ব্লকে কিছু অস্ত্রধারী গোলাগুলি করছে- এমন খবর পেয়ে এপিবিএন অভিযান চালায়। এপিবিএন সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্রধারীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া দিয়ে একজনকে গ্রেফতার করা হয়। অন্যরা পালিয়ে গেছে। পরে তার শরীরে তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও ৩টি গুলি পাওয়া যায়।


গ্রেফতারকৃত আব্দুস শুক্কুরের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে উখিয়া থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।


বিবার্তা/তাফহীমুল/বিএম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com