মান্দায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা অনুুষ্ঠিত
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৩, ১৯:৪১
মান্দায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ কর্মশালা অনুুষ্ঠিত
মান্দা প্রতিনিধি, নওগাঁ
প্রিন্ট অ-অ+

নওগাঁর মান্দায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


১ জানুয়ারি, রবিবার দুপুরে উপজেলা পরিবার পরিকল্পনা অধিদফতরের আয়োজনে ও অধিদফতরের এমসিএইচ সার্ভিসেস ইউনিটের সার্বিক ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু বাক্কার সিদ্দিকের সভাপতিত্বে ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুর রহমানের সঞ্চালনায় পরিবার পরিকল্পনা অধিদফতরের পরিচালক (এমসিএইচ-সার্ভিসেস) ও লাইন ডাইরেক্টর ডা. মাহমুদুর রহমান, রাজশাহী বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল, নওগাঁর সিভিল সার্জন ডা. আবু হেনা মোহাম্মদ রায়হানুজ্জামান সরকার, পরিবার পরিকল্পনা নওগাঁর উপপরিচালক রফিকুল ইসলাম, মান্দা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গৌতম কুমার মহন্ত, স্বাস্থ্য কর্মকর্তা বিজয় কুমার রায়, শিক্ষা কর্মকর্তা আবুল বাশার শামসুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা রানী পালসহ সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, স্বাস্থ কর্মীরা উপস্থিত ছিলেন।


কর্মশালায় পরিবার পরিকল্পনা অধিদফতরের অধীনস্থ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪ ঘণ্টা চলমান নিরাপদ স্বাভাবিক প্রসব সেবাকে আরো জোরদার করার বিষয়ে গুরুত্ব প্রদান করা হয়। মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হার কমানো এবং নিরাপদ প্রাতিষ্ঠানিক (হাসপাতাল, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র) প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়।


বিবার্তা/জামাল

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com