শিরোনাম
খুলনায় মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২১, ২০:১১
খুলনায় মাদক মামলায় যুবকের ১০ বছরের কারাদণ্ড
খুলনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

খুলনায় মাদক মামলায় মোহাম্মদ কামরুল হাসান সানা নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার (৮ ডিসেম্বর) খুলনা অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক এসএম আশিকুর রহমান এ রায় ঘোষণা করেন।


একইসাথে ১০ হাজার টাকা জরিমানাসহ অনাদায়ে আরো ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলো। আসামি কয়রা উপজেলার খেওনা গ্রামের জিয়াদ আলী সানার ছেলে।


আদালতের সূত্র জানায়, ২০১০ সালের ১৫ মার্চ খুলনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা নিরালা আবাসিক এলাকার এসএম সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। ওই বাড়ির নিচতলায় থাকতেন কামরুল হাসান সানা। সেখানে থেকে তিনি খুলনায় ফেনসিডিলের ব্যবসা করতেন। এ সময় শয়ন কক্ষের খাটের নিচ থেকে একটি বস্তার ভেতর থেকে ৮০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।


ঐদিন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এর খুলনা সদর দফতরের পরিদর্শক রবিউল ইসলাম বাদী হয়ে থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করেন। একই বছরের ১৩ এপ্রিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ সদর দফতরের তত্ত্বাবধায়ক রাজিউর রহমান কামরুল হাসানকে আসামি করে আদালতে একটি অভিযোগপত্র দাখিল করেন।


বিবার্তা/তুরান/ফরিদ


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com