
চট্টগ্রামে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে উপজেলার কালাবিবির দিঘী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- আবদুল মজিদ এবং মো. সাইফুল।
চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, কক্সবাজার থেকে প্রাইভেটকারে ইয়াবার চালান নিয়ে আসছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এসময় গাড়ির অতিরিক্ত চাকার ভেতর থেকে ৩০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। অভিযানে গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিবার্তা/জনি/ফরিদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
পদ্মা লাইফ টাওয়ার (লেভেল -১১)
১১৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ,
বাংলামোটর, ঢাকা- ১০০০
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]