শিরোনাম
হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন এনবিআর চেয়ারম্যান
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২১, ১৮:৪২
হিলি স্থলবন্দর পরিদর্শন করলেন এনবিআর চেয়ারম্যান
দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব আবু হেনা রহমাতুল মুনিম দিনাজপুরের হিলি স্থলবন্দর পরিদর্শন করেছেন। শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে হিলি সীমান্তের জিরোপয়েন্ট, স্থলবন্দরের পানামা পোর্টের বিভিন্ন অবকাঠামো ঘুরে দেখেন এবং আমদানি-রফতানি ব্যবসা সংক্রান্ত খোঁজ-খবর নেন।


এরপর তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস, স্থানীয় প্রশাসন, পুলিশ, বেসরকারি অপারেটর পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ ও বন্দরের ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা করেন।


সভায় ব্যবসায়ীরা আমদানি-রফতানি ব্যবসা পরিচালনায় নানাবিধ সমস্যার সম্মুখীনসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যাগুলো তার কাছে তুলে ধরেন। এসময় এনবিআরের চেয়ারম্যান এসব সমাধানে দ্রুত প্রদক্ষেপ নিবেন বলে তাদের আশ্বস্ত করেন।


মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন হিলি কাস্টমস এর ডেপুটি কমিশনার কামরুল হাসান, ইউএনও মোহাম্মদ নূর-এ আলম, থানার ওসি খায়রুল বাসার শামীম,বাংলাহিলি সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আজিজ, পানামা পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিকসহ অনেকে।


বিবার্তা/রব্বানী/ফরিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com