শিরোনাম
ময়মনসিংহে ভুয়া ডিআইজি আটক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ১৬:১৮
ময়মনসিংহে ভুয়া ডিআইজি আটক
ময়মনসিংহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের পুলিশ সুপারকে কনস্টেবল পদে চাকরির তদবির করায় কামরুল হাসান (৪৫) নামে এক ভুয়া ডিআইজিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার একই অভিযোগ এক ভুয়া অতিরিক্ত সচিব ও এক ডিআইজিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।


গতকাল মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে জেলার ভালুকা থেকে কামরুলকে আটক করা হয়। তিনি জেলার ফুলপুর উপজেলার বাঁশাটি গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে।


বুধবার (২৭ অক্টোবর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশের ওসি সফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।


ডিবির ওসি সফিকুল ইসলাম বলেন, সারাদেশে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ কার্যক্রম চলমান রয়েছে। এ সুযোগটি কাজে লাগিয়ে একটি প্রতারক চক্র চাকরি পাইয়ে দেয়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। শুধু তাই নয়, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পরিচয় দিয়ে পুলিশ সুপার স্যারকে ফোন দিয়ে তাদেরকে চাকরি দেওয়ার জন্য তদবিরও করছে।


তিনি আরো বলেন, গত সোমবার এমন একটি চক্রের তিনজনকে আটকের পর ডিআইজি পরিচয় দেয়া আরো এক প্রতারককে মঙ্গলবার রাতে আটক করা হয়েছে।


পুলিশের নাম ব্যবহার করে যে কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আসতে হবে এবং শাস্তি ভোগ করতে হবে। পাশাপাশি মানুষজনকেও সচেতন হবার কথা বলেছেন এ কর্মকর্তা।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com