
বাংলাদেশ সেনাবাহিনীকে ১৫টি ঘোড়া উপহার দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। বুধবার (২৭ অক্টোবর) সকাল ১০ টার দিকে ছয়টি গাড়িতে করে ঘোড়াগুলো বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে আনা হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ঘোড়াগুলো গ্রহণ করে।
উপহারের ঘোড়া হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের কর্নেল মাজহার আল খোকন ও লে. কর্নেল আশরাফুল ইসলাম এবং ভারতের পক্ষে ছিলেন কলকাতা সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মনমিথ সিং সবর ওয়াল।
বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এডি সেলিম বলেন, ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতা সেনানিবাস থেকে ঘোড়াগুলো বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেয়। ঘোড়া হস্তান্তরের কাগজপত্রের আনুষ্ঠানিকতা শেষে বেলা ১টার দিকে ঘোড়াগুলো বেনাপোল চেকপোস্ট থেকে সেনাবাহিনীর কয়েকটি ট্রাকে করে সাভারে নিয়ে যাওয়া হয়েছে।
এর আগেও ভারতীয় সেনাবাহিনী কয়েক দফায় বাংলাদেশ সেনাবাহিনীকে ঘোড়া উপহার দেয়।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]