শিরোনাম
আশুলিয়ায় যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ
প্রকাশ : ২৫ অক্টোবর ২০২১, ১২:৫৮
আশুলিয়ায় যুবককে শ্বাসরোধে হত্যার অভিযোগ
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাভারের আশুলিয়ায় বাদল মিয়া (৪০) নামের এক যুবককে শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃওরা। সোমবার (২৫ অক্টোবর) সকালে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের এনায়েতপুরের দক্ষিণপাড়া এলাকার ভাড়া ঘর থেকে তার লাশ উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ।


পুলিশ বলছে, সকালে এনায়েতপুরের দক্ষিণপাড়া এলাকার নিজ ভাড়া ঘরে বাদল মিয়াকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃওরা। পরে স্থানীয়রা তার ঘরে লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে প্রেরণ করে।


তবে দুর্বৃওরা তাকে কী কারণে হত্যা করেছে বিষয়টি তদন্ত করছে পুলিশ। নিহত বাদল মিয়া ধামরাই'র কুশুরা ইউনিয়নের নবগ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে। তিনি এনায়েতপুরের দক্ষিণপাড়া এলাকার আবু বক্কর সিদ্দিকুর মিয়ার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।


এদিকে, সাভারের ভরারী এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


অপরদিকে আশুলিয়ার গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতাল থেকে অজ্ঞাত ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।


বিবার্তা/শরীফুল/জেএইচ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com