শিরোনাম
সেন্টমার্টিনে আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ১৯:৩০
সেন্টমার্টিনে আটকা পড়েছেন ৩ শতাধিক পর্যটক
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝড়ো হাওয়া ও বৃষ্টির কারণে সাগর উত্তাল থাকায় সেন্টমার্টিনে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক। সোমবার বিকেল ৫টা পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলারসহ কোনো নৌযান চলাচল না করায় এই পর্যটকদের দ্বীপে আরও একদিন থাকতে হচ্ছে। তবে বিকেল ৫টার পর কোস্ট গার্ডের পক্ষ থেকে এই রুটের নৌযান চলাচল করতে কোনো বাধা নেই বলে জানানো হয়।


এর আগে রবিবারও বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ট্রলারসহ নৌযান চলাচল বন্ধ হলে পর্যটকরা সেখানে আটকা পড়ে।


সোমবারও পর্যটকরা ফিরতে না পারার খবর শুনে লোকজন জড়ো হয়ে জেটিতে ভিড় করে। এতে বোট মালিক সমিতির লোকজনরে সঙ্গে পর্যটকদের বাকবিতণ্ডা সৃষ্টি হয়। পরে খবর পেয়ে কোস্ট গার্ড ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। অপরদিকে সেন্টমার্টিনের দুই শতাধিক বাসিন্দা চিকিৎসাসহ বিভিন্ন কাজে টেকনাফে এসে আটকা পড়েছেন।


এসব তথ্য নিশ্চিত করে সেন্টমার্টিন কোস্ট গার্ড স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট তারেক আহমেদ বলেন, ‘সোমবার সকাল থেকে ঝড়ো বৃষ্টি থাকলেও বিকেলে অবস্থা স্বাভাবিক হওয়ায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু ট্রলার মাঝিরা বিকেল হয়ে যাওয়ায় কোনো ট্রলার ছাড়েনি। এ নিয়ে বেশ হইচই শুরু হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করা হয়।’


তিনি আরও বলেন, ‘আজও পর্যটকদের দ্বীপে থাকতে হচ্ছে। মঙ্গলবার সকালে সব ঠিক থাকলে দ্বীপ ছাড়বেন। তবে আমরা এখানে পর্যটকদের খোঁজ খবর রাখছি, যাতে তাদের কোনো অসুবিধা না হয়।’


বিবার্তা/আরকে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com