শিরোনাম
কাউখালীতে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২১, ১৯:১৫
কাউখালীতে ৭টি ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

পিরোজপুরের কাউখালীতে অভিযান চালিয়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৬হাজার ৫শঁত টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।


সোমবার (১৮ অক্টোবর) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও পিরোজপুর কার্যালয়ের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব এ অভিযান পরিচালনা করেন।


এসময় কাউখালীর স্যানেটারী ইন্সপেক্টর ইলিয়াস হোসেনসহ বরিশালে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি টিম উপস্থিত ছিলেন।


ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পিরোজপুরের সহকারী পরিচালক মো.শাহ শোয়াইব মিয়া জানান, অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী বিসমিল্লাহ বেকারির রেজাউল করিমকে ৫হাজার টাকা, গাউছিয়া বেকারির শেফালি বেগমকে এক হাজার টাকা, নিপা বেকারিরর মো. হাসান আকনকে ৩ হাজার পাচঁশত টাকা. তালুকদার বেকারির শফিকুল ইসলামকে ৬ হাজার টাকা, বেকুটিয়া ফেরিঘাটের বিসমিল্লাহ হোটেলের সাইদুল ইসলামকে ২হাজার টাকা, প্রিয়্রাংকা হোটেল এন্ড রেস্টেুরেন্ট এর উত্তম কুমার হালদারকে ২হাজার টাকা এবং সোহেল হোটেল এন্ড রেস্টুরেন্টএর সোহেল শেখকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।


বিবার্তা/রবিন/ইমরান


সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com