শিরোনাম
ভর্তির ১৮ লাখ টাকা ফেরত পেল নিহত মামুনের পরিবার
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৮:৪০
ভর্তির ১৮ লাখ টাকা ফেরত পেল নিহত মামুনের পরিবার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মর্মান্তিক নৌ-দুর্ঘটনায় নিহত মেডিকেল শিক্ষার্থী আরিফ বিল্লাহ মামুনের ভর্তি ফি ফেরত পেয়েছে তার পরিবার। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর পান্থপথে গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষের কার্যালয়ে ভর্তি ফির ১৮ লাখ টাকার চেক হস্তান্তর করা।


মামুনের বাবা জহিরুল হক ভূঁইয়ার হাতে চেকটি তুলে দেন কলেজের গ্রীন লাইফ মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম বায়েজিদ হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন গ্রীন লাইফ মেডিকেল কলেজ পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক আফতাব উদ্দিন কুতুবী, বিশিষ্ট ব্যবসায়ী লায়ন মো. মহিউদ্দিন খোকন।


নিহত মামুনের চাচা ওমর ফারুক ভূঁইয়া জানান, দুই মাস আগে রাজধানীর গ্রীন রোডের গ্রীন লাইফ মেডিকেল কলেজে ভাতিজাকে ডাক্তার বানানোর স্বপ্ন ও আশা নিয়ে ১৮ লাখ টাকা ফি দিয়ে ভর্তি করানো হয়। আমাদের একটাই আশা ছিল, ভাতিজা ডাক্তার হবে। ভাতিজা বেঁচে থাকলে আরো ৫০ লাখ টাকা খরচ করলেও কোনো দুঃখ থাকতো না। এ নৌ-দুর্ঘটনা আমাদের সব স্বপ্ন চূর্ণবিচূর্ণ হয়ে গেলো।


২৭ আগস্ট উপজেলার লইসকা বিলে যাত্রীবাহী নৌকায় বালু বোঝাই ট্রলারের ধাক্কায় ২৩ জন নিহত হন। এতে উপজেলার চম্পকনগর ইউনিয়নের জামালপুর গ্রামের সৌদি প্রবাসী জহিরুল হক ভূঁইয়ার ছেলে আরিফ বিল্লাহ মামুনও মারা যান।


বিবার্তা/ইমরান

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com