শিরোনাম
সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘আপনজন সুপার স্টোর’ চালু করেছেন তপু
প্রকাশ : ০১ আগস্ট ২০২১, ২১:১৯
সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘আপনজন সুপার স্টোর’ চালু করেছেন তপু
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

এবার সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘আপনজন সুপার স্টোর’ কর্মসূচি চালু করেছেন সা‌বেক ছাত্রলীগ নেতা তোসা‌দ্দেক নূর চৌধুরী তপু।এখানে সুবিধাবঞ্চিত মানুষরা ১ টাকায় মাস্ক ক্রয় করলেই পাবেন ফ্রি ৫ কেজি মুদি পণ্য ও ৫ কেজি সবজি।



রবিবার (১ আগষ্ট) চট্টগ্রাম নগরীর মুরাদপুর এলাকায় এ কর্মসূচির আওতায় ৩০০ জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ৫ কেজি মুদি পণ্য (চাল, ডাল, তেল, পিঁয়াজ, আলু) ও ৫ কেজি বিভিন্ন ধরনের সবজি বিতরণ করা হয়েছে।শিক্ষা উপমন্ত্রি ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের সার্বিক দিক-নির্দেশায় ‘আপনজন সুপার স্টোর’ চলমান থাকবে বলে জানা গেছে।



এর আগে দেশে ক‌রোনা মহামারী শুরুর পর ভিন্নধর্মী বি‌ভিন্ন উ‌দ্যোগ বাস্তবায়ন করে ​সুবিধাবঞ্চিত মানু‌ষের পা‌শে দাঁড়ান তোসা‌দ্দেক নূর চৌধুরী তপু।তি‌নি নিজ উ‌দ্যো‌গে দেশে সর্বপ্রথম চালু ক‌রেন ফ্রি সবজি বাজার, মুদির বাজার, শিশু মার্কেট, পুষ্টি গাড়ি ও ক‌রোনাকালীন দ‌রিদ্র মানু‌ষের চি‌কিৎসা সেবা নি‌শ্চিতে ‘ফ্রি হোম ডাক্তার সেবা’। এরই ধারাবাহিকতায় এবার চালু করা করেছেন ‘আপনজন সুপার স্টোর’।


বিবার্তা/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com