শিরোনাম
চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণ বাতিলের দাবি
প্রকাশ : ২৭ জুলাই ২০২১, ২২:০৪
চট্টগ্রামের সিআরবিতে হাসপাতাল নির্মাণ বাতিলের দাবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি এলাকায় হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের পরিকল্পনা বাতিলের দাবিতে যৌথ বিবৃতি দিয়েছেন দেশের ১২৫ জন বিশিষ্ট সংস্কৃতিকর্মী। সিআরবি এলাকায় এ ধরনের পরিকল্পনা বাতিল করে চট্টগ্রামের মেয়র প্রস্তাবিত স্থান বা শহরের অন্য কোন স্থানে হাসপাতাল ও মেডিকেল কলেজ নির্মাণের প্রস্তাব করেছেন তারা।


মঙ্গলবার (২৭ জুলাই) এক যৌথ বিবৃতিতে সংস্কৃতিকর্মীরা বলেন, চট্টগ্রামের ঐতিহাসিক সিআরবি এলাকায় ​১৮৯৫ সালে আসাম-বেঙ্গল রেলওেয়ের সদর দফতর স্থাপন করা হয়। বৃটিশ বিরোধী সশস্ত্র স্বাধীনতা সংগ্রামের অন্যতম সূতিকাগার ছিল এই সিআরবি পাহাড়তলী এলাকা। ১৯৭১ সালের মার্চ মাসে এখানেই তৎকালীন ইপিআর সদস্যদের নিয়ে মেজর রফিক মুক্তিযুদ্ধের পক্ষে প্রথম গোপন ঘাঁটি গেড়েছিলেন। প্রস্তাবিত হাসপাতাল নির্মাণের স্থানেই রয়েছে একাত্তরের শহীদ চাকসুর প্রথম নির্বাচিত সাধারণ সম্পাদক শহীদ আবদুর রবের সমাধি। চট্টগ্রামের সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র, নৈসর্গিক সৌন্দর্যের আধার এই নয়নাভিরাম অঞ্চল হলো নগরবাসীর অক্সিজেন গ্রহণের অফুরন্ত উৎস।এখানে হাসপাতাল কিংবা মেডিকেল কলেজ নির্মাণ কোন ভাবেই গ্রহণযোগ্য নয়।


বিবৃতিতে ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি এবং জনস্বার্থ সহ সার্বিক বিষয় বিবেচনা করে সিআরবি এলাকা বাদ দিয়ে চট্টগ্রাম শহরের অন্যত্র সুবিধাজনক স্থানে প্রস্তাবিত হাসপাতাল এবং মেডিকেল কলেজ নির্মাণের দাবি জানানো হয়েছে।


বিবৃতিদাতারা হলেন- ১. রামেন্দু মজুমদার, ২. আবেদ খান, ৩. মামুনুর রশীদ, ৪. মফিদুল হক, ৫. নাসিরুদ্দিন ইউসুফ ৬. গোলাম কুদ্দুছ, ৭. কেরামত মাওলা, ৮. আশরাফুল আলম, ৯. মিলন কান্তি দে, ১০. ঝুনা চৌধুরী, ১১. হাসান আরিফ, ১২. ড. নিগার চৌধুরী, ১৩. মিজানুর রহমান, ১৪. শেখ মাহফুজুর রহমান, ১৫. আহমদ গিয়াস, ১৬. আহকামউল্লাহ, ১৭. নাদের চৌধুরী, ১৮. দেবপ্রসাদ দেবনাথ ১৯. কামাল পাশা চৌধুরী, ২০. মানজার চৌধুরী সুইট, ২১. আক্তারুজ্জামান, ২২. কবি আসলাম সানী, ২৩. দীপা খন্দকার, ২৪. অনন্ত হীরা, ২৫. মীর বরকত, ২৬. মাসুম রেজা, ২৭. মাসকুর এ সাত্তার কল্লোল, ২৮. ইকবাল খোরশেদ, ২৯. চন্দন রেজা, ৩০. আজহারুল হক আজাদ, ৩১. রফিকুল ইসলাম, ৩৩. ড.শাহাদাৎ হোসেন নিপু, ৩৪.ফকির সিরাজুল ইসলাম, ৩৫. কাজী মিজানুর রহমান, ৩৬. হাবিবুল আলম, ৩৭. আরিফ রহমান, ৩৮. কবি রবীন্দ্র গোপ, ৩৯. অলক দাস গুপ্ত, ৪০. আহসান হাবিব নাসিম,


৪১. হাফিজুর রহমান সুরুজ, ৪২. ফয়েজ জহির, ৪৩. রফিকুল্লাহ, ৪৪. মনিরুজ্জামান, ৪৫. কিরীটী রঞ্জন বিশ্বাস, ৪৬. মারুফ কবির, ৪৭. দেবাশীষ ঘোষ ৪৮. কাজী চপল, ৪৯. নুনা আফরোজ, ৫০. মাহবুবা হক কুমকুম, ৫১. রওশন জাহান রুশনী, ৫২. রেজীনা ওয়ালী লীনা,৫৩. নায়লা তারান্নুম কাকলি,৫৪. আবদুল হালিম আজিজ, ৫৫. খোরশেদুল আলম, ৫৬. মীর জাহিদ হাসান, ৫৭. আশিকুর রহমান বুলু, ৫৮. শাহনেওয়াজ , ৫৯. আবু আজাদ, ৬০. শেখ শাফায়েতুর রহমান, ৬১. এইচ আর অনীক, ৬২. নিয়াজ আহমেদ, ৬৩. মানস বোস বাবুরাম, ৬৪. হানিফ খান, ৬৫. মাহবুব রিয়াজ,৬৬. এফ এম শাহীন, ৬৭. মঞ্জুর আলম সিদ্দিকী, ৬৮. তাপস সরকার, ৬৯. সালমা চৌধুরী, ৭০. জিয়াউল হক জিয়া ৭১. খন্দকার আনোয়ার, ৭৩. আক্তারুজ্জামান কিরন,৭৪. গোলাম জিলানী, ৭৫. রেজাউল করিম রেজা, ৭৬. সেলিম রেজা, ৭৭. আবুল ফারাহ পলাশ, ৭৮. মীর মাশরুর জামান রনি, ৭৯. শহীদুল ইসলাম নাজু ৮০. সোলায়মান কবির সোহেল,


৮১. ঝর্না সরকার, ৮২.ঝর্ণা আলমগীর, ৮৩. কাজী শিলা ৮৪, আনন জামান, ৮৫. অনীক বসু, ৮৬. মো.আনসার আলী, ৮৬. ফয়সাল আহমেদ, ৮৭. সোনিয়া হাসান সুবর্ণা, ৮৮. মাসুদুজ্জামান, ৮৯. মৈত্রী সরকার, ৯০. .আনিসা জামান চাপা, ৯১. ফয়জুল আলম পাপ্পু, ৯২. নাইম হাসান সুজা, ৯৩. নিথর মাহবুব, ৯৪. রিজওয়ান রাজন, ৯৫. আসমা আকতার লিজা, ৯৬. মুন্নী সালমা, ৯৭. শ্যামলী চৌধুরী, ৯৯. স্বপন চৌধুরী, ১০০. তারেক আলী মিলন, ১০১. সাবিল রেজা চৌধুরী, ১০২. আতিকুর রহমান উজ্জ্বল, ১০৩. শহীদুজ্জামান, ১০৪. গৌতম মজুমদার ১০৫, বাউল দেলোয়ার, ১০৬. বাউল দিল বাহার, ১০৭. ইকবাল হাফিজ, ১০৮. মোতাহার হোসেন, ১০৯. শাকিল আহমেদ, ১১০. অনন্যা লাবনী পুতুল, ১১১. শিরিন ইসলাম, ১১২. মাহফুজা আক্তার মিরা, ১১৩. সাহিদা রহমান সুরভী, ১১৪. হুমায়ুন কবির হিমু, ১১৫. কামাল আহমেদ, ১১৬. ফয়েজুল্লাহ সাইদ, ১১৭. অনিকেত রাজেশ ১১৮. সৈয়দা শামসি আরা সায়কা, ১১৯. মমিনুল হক দিপু, ১২০. সমর মজুমদার, ১২১. সাইফুল ইসলাম, ১২২. ইমরান হোসেন ইমু, ১২৩. ফয়জুল বারি ইমু, ১২৪. সালাউদ্দিন সোহাগ, ১২৫. রেজাউল হোসেন


বিবার্তা/হানিফ/আবদাল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com